প্রেস বিজ্ঞপ্তি: ফ্রিল্যান্সার কোচিং মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব)-এর তেজগাঁও ইউনিটের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) রাত ১০ ঘটিকায় বিজয় সরণির থাইচি রেস্তোরায় এ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসেবের প্রধান নির্বাচন কমিশনার মো: মাহববুর রহমান, সভাপতি মো: আকমল হোসেন, সাধারণ সম্পাদক তামিমা এম মিতুয়া এবং সাংগঠনিক সম্পাদক মো: খাইরূজ্জামান পিন্টু সহ কেন্দ্রীয়কমিটি ও বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
নতুন কমিটিতে শপথ গ্রহণ করেছেন সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মো: নূর-ই মোস্তফা, সাধারণ সম্পাদক মো:আল মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো: রিপন ইসলাম সহ সর্বমোট ২০ জন।
নবনির্বাচিত তেজগাঁও ইউনিট কমিটির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে অ্যাসেব এর উন্নয়নে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। একই সাথে সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ সংগঠনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবেন।