আগামী নির্বাচনে জামায়াত-বিএনপির বিরুদ্ধে খেলা হবে : সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি

0
266

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে শেখ রাসেল স্মৃতি ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে হিংগুলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্যোগে হিংগুলা হাছানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যে কয়দিন বাকী আছে, বিএনপির বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ভোটচুরির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। বিএনপি-জামায়াতের ক্ষমতাকালীন সময়ে এ চৌদ্দগ্রামে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।’

হিংগুলা হাছানীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও হিংগুলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি শরীফুল ইসলাম মজুমদার ফখরুল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুকুল, হিংগুলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর সহ-সভাপতি সাইফ উদ্দীন রনি প্রমুখ।

উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, নায়িমুর রহমান মজুমদার মাছুম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাজী ফখরুল আলম ফরহাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজেরা আক্তার ববি, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ভুট্টু, কনকাপৈত ইউপি সদস্য সোহেল মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সহ-সভাপতি মতিউর রহমান জালাল, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ সহ উপজেলা ও কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খেলায় গুনবতী কর্তাম ক্রীড়া চক্র নারানকুরি ক্রীড়া চক্রকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।