কাজী জাফর কখনোই ক্ষমতার দাম্ভিকতা দেখাননি : চৌদ্দগ্রামে কর্মী সমাবেশে জাপা ভাইস চেয়ারম্যান কাজী নাহিদ

0
266

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ শিক্ষামন্ত্রী, বানিজ্যমন্ত্রী এবং সর্বশেষ বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। দায়িত্ব পালনের কোন সময়েই চৌদ্দগ্রামে তিনি ক্ষমতার দাম্ভিকতা দেখাননি। কুমিল্লার তৎকালীন ডিসি-এসপিকে কখনো ফোন করে কোন কাজে প্রেসার দেননি। জেলায় কিংবা থানায় কখনো বলেননি কাউকে গ্রেফতার করার জন্য কিংবা কারো বিরুদ্ধে মামলা দেয়ার জন্য। চৌদ্দগ্রামে কাজী জাফর আহমেদের বিরুদ্ধে তৎকালীন সময়ে অনেকেই নানা কটু কথা বলেছিল। কিন্তু উনি কখনো তাদের কাউকে গ্রেফতার করান নাই, এমনকি তাদের বিরুদ্ধে মামলাও দেন নাই। কিংবা কাউকে হয়রানি করেননি। গত ৩০ বছরে চৌদ্দগ্রামে অনেক কিছু ঘটে গেছে, আপনারা তার স্বাক্ষী। এই সময়ে অনেক মা তার সন্তানকে হারিয়েছে। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। মামলা হামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়েছে। কাজী জাফর আহমেদ মৃত্যুর পূর্বে সর্বশেষ সুস্থ শরীরে চৌদ্দগ্রামে আসার সময়ে তার ব্যক্তিগত কোন গাড়ি ছিলনা। তার ছিলো না কোনো বিলাশবহুল বাড়ি। তিনি ট্রেনযোগে ঢাকা থেকে ফেনী হয়ে চৌদ্দগ্রামের বাড়িতে আসতেন। ঐ সময় দলীয় নেতৃবৃন্দ উনাকে গাড়ি নিয়ে রিসিভ করে বাড়িতে নিয়ে আসতেন। এই ছিল সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন।’

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামের বিভিন্ন সমাবেশে কাজী জাফর আহমেদকে নিয়ে অনেকেই সমালোচনা করেন। কটুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি নাকি এ চৌদ্দগ্রামের জন্য কিছুই করেন নাই। অথচ চৌদ্দগ্রামে ২টি সরকারী কলেজ, ২টি পল্লী বিদ্যু সাব-ষ্টেশন, একটি শিল্পনগরী, চৌদ্দগ্রামে গ্যাস সংযোগ কাজী জাফর আহমেদের মাধ্যমেই হয়েছে। এগুলো চৌদ্দগ্রামের শান্তিপ্রিয় জনতা জানে।’

মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নাজির আহমদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদার, উপজেলা যুবসংহতির সভাপতি কাজী শহিদ, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুর ইসলাম নুরু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবদুল লতিফ, দেলোয়ার হোসেন দেলু, আবদুল মমিন, নজরুল ইসলাম, ছবির হোসেন কবিরাজ, হারুনুর রশিদ, ইউনিয়ন যুবসংহতি নেতা মোহাম্মদ নবী, রহমত উল্লাহ, আবদুল কাইয়ুম, ছবির আহম্মদ, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রসমাজ নেতা ফয়সাল আহম্মদ, রাকিব হোসেন, সেলিম মিয়া, মোহাম্মদ সিয়াম, রিয়াদ হোসেন, সালমান হোসেন, আনোয়ার হোসেন, ফিরোজ মাহামুদ, ফোরকান আহম্মদ, আবুল কাশেম প্রমুখ।