কাশিনগর রামচন্দ্রপুরে মেম্বার প্রার্থীর সমর্থকের উপর হামলা,বাড়িঘর ভাংচুর

0
908

নিজস্ব প্রতিবেদক: চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আপেল প্রতিকের আবুল হাশেমের সমর্থকের উপর হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ করেছে একই ওয়ার্ডের মোরগ প্রতিকের মেম্বার পদপ্রার্থী নাছির উদ্দিনের কর্মী বাহিনীর বিরুদ্ধে।

আবুল হাশেম অভিযোগ বলেন, গতকাল সকাল থেকে নাছিরের কর্মী বাহিনী আমার সমর্থকদের ধমক দিচ্ছে,আমি সকালে থানা গিয়ে সাধারণ ডাইরি করি যার এসডিআর নং ৪১৬৫/২০, রাত আনুমানিক ১০টায় সময় নাছিরের কর্মী বাহিনী রামচন্দ্রপুর গ্রামের জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল হাশেমের ছেলে আবুল কালাম, সালামত উল্লার ছেলে মফিজ, মোসলেম মিয়ার ছেলে হারুন,খলিল মিয়ার ছেলে বাবুলসহ দলবল নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে লাল মিয়ার ছেলে কামাল ও হুমায়ন কবির কানুকে আহত করে। পরে ফরিদ মিয়ার ছেলে শাহাব উদ্দিন, ও মান্নান মিয়ার ছেলে হানিফের ঘর ভাংচুর করে। আমরা সাথে সাথে চৌদ্দগ্রাম থানা পুলিশকে জানাই।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মজিদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম মেম্বার সমর্থকের মধ্যে হাতাহাতি হয়েছে, কিছু বাড়িঘরের বেড়া ভাংচুর করেছে। ঘটনা অস্বীকার করে নাছির উদ্দিন বলেন তারা আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে, আমরা থানায় অভিযোগ করেছি।