কুমিল্লায় ছেলের অনুপ্রেরণায় মায়ের রক্তদান

0
1134

নিজস্ব প্রতিবেদক: ‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় মানবিক রক্তদান প্লাটফর্ম ‘রক্তযোদ্ধা’ এর সক্রিয় সদস্য সাইদুল ইসলাম নামে এক ছেলের অনুপ্রেরণায় থ্যালাসেমিয়া রোগীকে রক্তদান করেছে এক মমতাময়ী মা। এসময় তার পাশে ছিলেন রক্তযোদ্ধা সাইদুল ইসলাম ও তার ছোট ভাই।

সন্তানের উৎসাহে মায়ের রক্তদানে সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রক্তদান সংস্থাসহ সামাজিক-মানবিক সংগঠনগুলো। ছবিটি কিছুটা হলেও মানুষের হৃদয়কে নাড়া দেবে। রক্তদানে ভয় পেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো এখান থেকে শিক্ষা নিয়ে রক্তদানে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করছে রক্তযোদ্ধারা। জয় হোক মানবতার।