নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য, চৌদ্দগ্রামের কৃতি সন্তান এম তমিজ উদ্দীন ভূঁইয়া সেলিম।
সোমবার (৬ জুন) বিকালে কুমিল্লার সাংসদ আ.ক.ম বাহার এর সাথে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে একটি আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নৌকার প্রচারণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শাহেদুল আলম চৌধুরী টিপু, খন্দকার শরীফ হাসান, নাসির উদ্দিন, জিয়াউর রহমান নয়ন, নূরে আলম জিকু, নজরুল ইসলাম, জুয়েলসহ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।