মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ হাজী রেস্তেরাঁয় এ উপলক্ষে আয়োজিত দোয়া ও কেটকাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ নেতা মোহাম্মদ বকুল, জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়েদ উল্লাহ্ পাটোয়ারী প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।