মনোয়ার হোসেন: কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি লীগের সহ-সভাপতি, আলকরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মে) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা বাজার এতিমখানা ও মাদরাসার ছাত্রদের নিয়ে বাজার মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো: সালাহ্ উদ্দিন ভূঁইয়া, আলকরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুর রউফ, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর হোসেন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, আলকরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন বাহাদুর প্রমুখ।
এ সময় আলকরা ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।