চৌদ্দগ্রামের করপাটিতে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
221

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘করপাটি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ’ কর্তৃক আয়োজিত ডাবল এলইডি কাপ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিদ্ব›দ্বীতা করেন করপাটি ক্রিকেট একাদশ বনাম রামরায়গ্রাম ক্রিকেট একাদশ। এতে রামরায়গ্রাম ক্রিকেট একাদশ পাঁচ উইকেটের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ইমন ও ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হন রানার্সআপ দলের তারেক। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

রোববার (১০ মার্চ) রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক কাজী মো: তাজুল ইসলাম।

প্রবাসী কাজী মো: আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: আরিফুর রহমান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম সবুজ, প্রবাসী কাজী শিমুল, প্রবাসী কাজী সাইফুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মজুমদার শাকিল, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ক্রিকেট দলের সদস্য মো: জনি, ফাহাদ, আলাউদ্দিন, রনি, রিমন, জিসান, মাহফুজ, সালমান, ইরফান, শিশির প্রমুখ।