স্টাফ রিপোর্টার: ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে লিঙ্গ সমতা বাস্তবায়ন, ইভটিজিং-বাল্যবিবাহ ও মাদক নির্মূলে গণসচেতনা তৈরীর লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সাংস্কৃতিক ক্লাস চালু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেন্টার প্রমোটর শুভ কুমার সূত্রধর। অনুষ্ঠানে ক্লাস নেন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক মো: ইউসুফ মজুমদার। এসময় সিএফসিসি সদস্য সাংবাদিক মো: খোরশেদ আলম সহ ক্লাবের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।