মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামের চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলো: উপজেলার পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন নওশাদ (২১) ও ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান পিয়াস (২৫)।
তথ্যটি নিশ্চিত করে র্যাব-১০ এর অধিনায়ক মো: ফরিদ উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রামের চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকালে মাদক আইনে মামলা দায়ের শেষে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে’।