স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জগন্নাথদীঘি ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা খাঁন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিট, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুহুরী।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান খাঁনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা কাজী মোহাম্মদ ইউসুফ বেলালের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাসুম, মো: কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী শামীম আকবর, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী আবু রাকিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (প্রস্তাবিত) মো: ফখরুল ইসলাম, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজা মিয়া, ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম সবুজ, মো: ওমর ফারুক, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউনুছ শিকদার, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: শাহজাহান, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল্লাহ্ আল মামুন, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: জসিম উদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা মো: কাইয়ুম মিয়াজী, মো: কামাল উদ্দীন মিয়াজী, মো: জহির, মো: মহিন উদ্দীন, যুবদল নেতা মো: মাইন উদ্দীন চৌধুরী সহ ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
পরে মো: মিজানুর রহমান খাঁনকে আহবায়ক, কাজী মোহাম্মদ ইউসুফ বেলালকে ১নং যুগ্ম আহবায়ক ও মো: কাইয়ুম মিয়াজীকে ২নং আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।