চৌদ্দগ্রামের মান্দারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
889

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মামাতো-ফুফাতো ভাই ফারিয়ান ও তামিম বাড়ির উঠোনে খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে বাড়ীর পাশের পুকরে পড়ে যায়। পরে, পরিবারের সদস্যরা টের পেয়ে শিশু দু’টিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো: উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে ফারিয়ান হোসেন (২) ও সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রাব্বির ছেলে তামিম হোসেন (১৭ মাস)। দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।