চৌদ্দগ্রামের মুন্সীরহাটে মানি লন্ডারিং রোধে ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ

0
299

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মানি লন্ডারিং রোধ ও অবৈধ অর্থ লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাচ্ বাংলা ব্যাংক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে ডাচ্-বাংলা ব্যাংক মুন্সীরহাট এজেন্ট আউটলেটের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এর কুমিল্লা জেলার রিজিওনাল ম্যানেজার মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র সেলস ম্যনেজার আলী হোসেন, ডিএসআর আব্দুস সোবহান আবু, মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী আবুল বশর বুলু।

ডাচ্-বাংলা ব্যাংক মুন্সীরহাট এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারী ও ইনচার্জ মোহাম্মদ হোসেন বেপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নজির আহমেদ মজুমদার, আবুল বশর মজুমদার, জসিম উদ্দিন মজুমদার, ডা. ইয়াছিন, মুন্সীরহাট এজেন্ট আউটলেটের সহকারী ম্যানেজার হাসান শরীফ রাহুল, টেলার মোসা: সুমাইয়া আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ব্যাংক লেনদেনের বিষয়ে গ্রাহকদের আরো চোখকান খোলা রাখতে হবে। কোনো অবস্থাতেই অবৈধ ও সন্দেহজনক লেনদেন করা যাবে না। প্রতিটি লেনদেনের পরে টাকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়ে এবং অনলাইন রশিদ গ্রহণ করার পর ব্যাংক ত্যাগ করতে হবে। কোনোভাবেই হাতে লেখা ভাউচার গ্রহণ করা যাবে না।’ এ সময় বক্তারা ডাচ্ বাংলা ব্যাংকের সকল সুযোগ-সুবিধা সহ গ্রাহক সেবার বিষয়ে ব্যাপক আলোচনা করেন।