চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে খিরনশাল ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।
মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত শামীমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারী হাফেজ বদিউল আলম, জামায়াত নেতা কাজী খায়রুল আলম, দেলোয়ার হোসেন, কপিল উদ্দিন মোল্লা, মাস্টার শাহিন পাটোয়ারী, সাংবাদিক বেলাল হোসাইন, এডভোকেট সাইফ উদ্দিন, উপজেলা শিবির নেতা মোশারফ হোসেন, জামায়াত নেতা মাস্টার ইউনুছ, মাছুম বিল্লাহ, বাবর মোল্লা, হাফেজ মুর্তুজা মজুমদার, কামরুল ইসলাম, ইউপি মেম্বার আলমগীর হোসেন, সাবেক মেম্বার আবুল হাসেম প্রমুখ।