স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর পূর্ব পাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাত এ লাশটি উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: নাছের বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে আসি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে”।