মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, শিক্ষা অফিসার ছাকিনা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, জাফর ইকবাল, শাহ জালাল মজুমদার, ভিপি মাহবুব হোসেন মজুমদার, হাজী জানে আলম ভূঁইয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর এর কর্মকর্তা, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি ও বিজিবি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।