চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

0
1198

স্টাফ রিপোর্টার: ‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত র‌্যালীর নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস এডভাইজরী কমিটির সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এনামুল হক নোমান, সদস্য অলি আহম্মেদ মেম্বার, উম্মে মাখতুম মাহরুজা সুলতানা মেম্বার, মো: রেজাউল করিম সবুজ শাহ্, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের এফও জসিম উদ্দীন, ড্যানিশ ফেইজ টু এর এফও আলা উদ্দীন, এডভাইজরী কমিটির সদস্য মো: শাহজাহান, মাহমুদুল হাসান মাসুদ, বেলায়েত হোসেন তনু, অহিদুর রহমান, মোহাম্মদ আলী, আবু ছালেহ, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি অডিটরিয়ামে অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।