স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রাম আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আলকরা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এনামুল হক খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নন্দন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ইউনিয়ন আ’লীগের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাচ্চু, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সেলিম ভূঁইয়াসহ ইউনিয়ন আ’লীগের বিভিন্ন পর্যায়ের কাউন্সিলরবৃন্দ।