চৌদ্দগ্রামে আলকরা ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী গোলাম ফারুক হেলালের মনোনয়ন দাখিল

0
881

মনোয়ার হোসেন: কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশনার মো: ফারুক হোসেন (রিটার্নিং কর্মকর্তা) এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান মো: গোলাম ফারুক হেলাল।

সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এনামুল হক খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী প্রমুখ।

এ সময় আলকরা ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।