চৌদ্দগ্রামে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর ইন্তেকাল

0
1288

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম (৭২) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে কুমিল্লাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শুক্রবার বাদ জুমা উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নানকরা মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে গ্রামের বাড়ি আতাকরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাযায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মজিবুল হক, ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভুঁইয়া, মরহুমের ছেলে তারেক চৌধুরী ও মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের সদস্য মহিবুল আলম মজুমদার কাননের সঞ্চালনায় নামাজে জানাযায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দেশের বিভিন্নস্থান থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

নামাজে জানাযায় ইমামতি করেন নানকরা মাদরাসা শিক্ষক মাওলানা হারুন। এরআগে উপজেলা আ’লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পন করেন।

এদিকে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, উপজেলা আ’লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, খন্দকার এনামুল হক, সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল জলিল রিপন, সিঙ্গাপুর প্রবাসী আ’লীগ নেতা মমিন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।