স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মরহুম মো: আমিন উদ্দীন মজুমদারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে মরহুমের নিজ বাড়িতে এ উপলক্ষে আয়োজিত কুলখানিতে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, বাতিসা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, আরিফুর রহমান টিপু, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন উদ্দীন।