চৌদ্দগ্রামে ইউসিবি ব্যাংক এজেন্ট আউটলেট এর উদ্বোধন

0
1167
sdr
মুহা. ফখরুদ্দীন ইমন: ‘সবার জন্য ব্যাংকিং’ এ মূলমন্ত্রকে ধারণ করে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ নতুন সড়কের পূর্বপাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর চৌদ্দগ্রাম বাজার এজেন্ট আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ আউটলেট শাখায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
ইউসিবি চৌদ্দগ্রাম আউটলেটের প্রোপ্রাইটর ও উদ্যোক্তা তসলিম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান জাহজালাল মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার,  ইউসিবি ব্যাংক কুমিল্লা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ হক, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাহিদ হাসান সরকার, মোহাম্মদ জাহিদুল ইসলাম, কর্পোরেট শাখার ট্রেড ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রথম সহকারী ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম চৌধুরী নিজাম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর যুবলীগের  সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক শামীন আহমেদ খাঁন শামীম, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল প্রমুখ।
এসময় মাস্টার জাহিদ হোসেন খন্দকার, গিয়াস উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, এডভোকেট আবুল হাশেম চৌধুরী, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম মিঠু, সাব্বির আহম্মেদ খন্দকার, মোস্তাক আহম্মেদ খন্দকারসহ চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী, পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।