চৌদ্দগ্রামে ইউসিবি ব্যাংক এজেন্ট আউটলেট’র উদ্বোধন

0
748

মুহা. ফখরুদ্দীন ইমন: ‘সবার জন্য ব্যাংকিং’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর নোয়াবাজার এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়বাজারস্থ ইউসিবি এজেন্ট আউটলেটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ইউসিবি ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিভাগের হেড অব বিজনেস মো: নাজমুস সাদাত, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো: রফিকুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেম্বার, আ’লীগ নেতা আলমগীর হোসেন মজুমদার।

ইউসিবি ব্যাংকের কুমিল্লা এরিয়া ম্যানেজার সন্দিপন মিত্রের সভাপতিত্বে ও মিয়াবাজার এলএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারী মোঃ ফয়সাল, কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নুরুল ইসলাম ভান্ডারী, ইউপি সদস্য জামাল আহম্মেদ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো: হানিফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মজুমদার মিলন, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, রোটারিয়ান বিপ্লব চৌধুরী ভানু, আব্দুল কাদের কাইয়ুম ভূঁইয়া সুমন, অবসরপ্রাপ্ত অডিট কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী, এজেন্ট ইনচার্জ কামরুন নাহারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।