চৌদ্দগ্রামে ইঞ্জিনিয়ার্স আইটি ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

0
258

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ইঞ্জিনিয়ার্স আইটি ইন্সটিটিউটের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও ৬ষ্ঠ ব্যাচের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের ইঞ্জিনিয়ার্স আইটি অফিসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার।

ইঞ্জিনিয়ার্স আইটি ইন্সটিটিউটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: ইদ্রিস আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা জেলা বেসিক ট্রেড ট্রেনিং এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম, কাশিনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হাজারী, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ফাতেমা আক্তার মুন্নী প্রমুখ। এ সময় কাশিনগর ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।