চৌদ্দগ্রামে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি খোরশেদ আলমের উঠোন বৈঠক

0
229

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত এমপি প্রার্থী মুফতি মো: খোরশেদ আলমের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের প্রার্থীর নিজ বাড়িতে মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এ বৈঠকে সকলের দোয়া কামনা করেন তিনি।

মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা হারুনুর রশীদের পরিচালনায় উঠোন বৈঠকে বক্তব্য রাখেন কবির আহমেদ, শফিকুর রহমান, মুফতি ফরহাত উল্লাহ, মুফতি নুরুল আমিন, প্রবাসী ফয়েজ আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি শাহ আলম, সমাজসেবক রফিকুল ইসলাম, জাফর ড্রাইভার, ছেরাগ আলীসহ উনকোট গ্রামের মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ।

বৈঠকে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি মো: খোরশেদ আলম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের সকল নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও ভিন্ন হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে। তাই নির্ভয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। সমাজের দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ ও মাদকমুক্ত চৌদ্দগ্রাম গঠনের চেষ্টা করবো, ইনশাআল্লাহ’।