চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
783

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে উপজেলা আ’লীগের পক্ষ থেকে শহীদ মিনার ও সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল জক মুজিব এর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দফতর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো: ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ শান্ত, উপজেলা যুবলীগ নেতা কাজী সুমন, কামাল উদ্দিন স্বপন, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, মিয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নয়ন, কাজী শামীম, জোবায়ের হোসেন শুভ, প্রমুখ।

পৌর আ’লীগ নেতা আবুল কালামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট নাঈমুল হক রাফিদ, উপজেলা যুবলীগ নেতা ফারুক আব্দুল্লাহ্, পৌর যুবলীগ নেতা গাজী কাজল, এয়াকুব নবী, গাজী ফয়সাল, পৌর সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক আব্দুল্লাহ্ সহ উপজেলা ও পৌরসভা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, সৈনিক লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।