মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত এক নারীসহ ৯ আসামীকে আটক করেছে। আটককৃতরা হলো: উপজেলার কাশিনগর ইউনিয়নের দাতামা গ্রামের আবু তাহেরের ছেলে আবু নাছের, উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের ওমর আলীর ছেলে জয়নাল আবেদীন, নুরুল ইসলামের ছেলে ইকবাল হোসেন ও মেয়ে রীনা আক্তার, শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে আসলাম মিয়া, আসলাম মিয়ার ছেলে আহসান মিয়া, ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মনা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন, মুন্সীরহাট ইউনিয়নের সোলেমানের ছেলে রিপন এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার পোনকারা গ্রামের সামাদ মিয়ার ছেলে আবু মুছা।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।