চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
670

মুহা. ফখরুদ্দীন ইমন: আগামী ২৬ নভেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন বিএনপির উদ্যোগে পূর্ব প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা চান্দখাঁর দীঘি এলাকায় এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী।

কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ সবুজ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও প্রবাসী ফোরাম নেতা মোহাম্মদ নবী, চৌদ্দগ্রাম উপজেলা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক ও কনকাপৈত ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ কাশেম, কনকাপৈত ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইয়াছিন, ইউনিয়ন বিএনপি নেতা মাহি উদ্দিন নয়ন প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও কনকাপৈত ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।