চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে বই উৎসব পালিত

0
1302

স্টাফ রিপোর্টার: “নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই স্লোগানে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে উৎসব মুখর পরিবেশে ক্ষুদ্র পরিসরে পালিত হয়েছে বই উৎসব-২০২১।

রবিবার (৩ জানুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো: ফারুক বেপারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপাটি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন শাকিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আহম্মেদ, বিদ্যালয়ের শিক্ষক মো: ইউনুস মিয়া, মো: রবিউল হাছান পাটোয়ারী, মোসা: তাক্বওয়া আক্তার, মোসা: খাদিজা আক্তার, মোসা: আকলিমা আক্তার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবাসী মো: খোরশেদ আলম অপু, ছাত্রনেতা মোর্শেদ আলম টিপু, মো: জাহিদ হোসেন জনি, মেহেদী হাসান রনি, মো: ফাহাদ হোসেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বছরের প্রথম দিনই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায় সেজন্য গত ৩১ ডিসেম্বর ২০২০ বই উৎসবের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।