চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
1384

স্টাফ রিপোর্টার: অমর একুশে উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন মাঠের কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি সম্মান জানানো হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো: ফারুক বেপারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপাটি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যাংকার কাজী মো: বেলাল হোসেন, বিশিষ্ট সমাজে সেবক ও শিক্ষানুরাগী মো: আব্দুল বারী মজুমদার, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন শাকিল, সমাজেসেবক মো: শহিদ উল্লাহ্।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আহম্মেদ, বিদ্যালয়ের শিক্ষক মো: ইউনুস মিয়া, মাওলানা কেফায়েত উল্লাহ্, মো: রবিউল হাছান পাটোয়ারী, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।