স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, জৈব সার ও হেরোমেন ট্র্যাপ বিতরণ করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ্ আল মামুন।
এসময় উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: নাজমুল হাছান মজুমদার সহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।