চৌদ্দগ্রামে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
905

মুহা. ফখরুদ্দীন ইমন: বছরব্যাপী ফল উদপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে হর্টিকালচার সেন্টার-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা জেলা উপ-পরিচালক কৃষিবিদ আমজাদ হোসেন।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত রায়, কুমিল্লা হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী এনামুল হক, চৌদ্দগ্রাম উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ সোলায়মান প্রমুখ।