চৌদ্দগ্রামে গাঁজাসহ যুবক আটক

0
951

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো: আলী হোসাইন নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার কুটাখালী গ্রামের মৃত শাহআলমের পুত্র। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিল আলী হোসাইন। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আলী হোসাইনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।