মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা বাজার মোস্তফা মার্কেটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দীন ফরায়েজী লাল্টু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দীন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা তাঁতি দলের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ।
ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা কাজী রকিব, কামরুল ইসলাম, নূর মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঘোলপাশা ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন, ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) ফখরুল হাসান, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা, ১নং ওয়ার্ড সভাপতি আলী আকবর, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাস্টার রুহুল আমিন, ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ্, ৯নং ওয়ার্ড সভাপতি মীর হোসেন, ইউনিয়ন যুবদল নেতা গোলাম সরোয়ার, ইউনিয়ন ছাত্রদল নেতা মো: আব্দুর রহিম, মো: মহসিন প্রমুখ।
এ সময় মহসিন, শান্ত, সালেহ, রনি, ফুল মিয়াসহ ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।