মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ-মাহফিল, দোয়া-মুনাজাত, আলোচনা সভা ও কাঙালী ভোজের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। বিশেষ অতিথি ছিলেন ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন।
ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার রাফিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহজাহান, এডভোকেট আব্দুল হামিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুল কাদের, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন, ইউপি সদস্য নুরুল বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মো: কাজী লিটন, আওয়ামী লীগ নেতা সফিকুর রহমান সর্দার, কাজী কামাল হোসেন, মনির হোসেন, উপজেলা যুবলীগ নেতা ফারুক আব্দুল্লাহ, ইউপি সদস্য ইয়াছিন বাদশা, ইকবাল হোসেন, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী নাসিমা মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লায়ন শেখ কামাল, সাবেক ছাত্রলীগ নেতা জিএম জাহাঙ্গীর আলম বিজয়, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মজুমদার প্রমুখ।
এ সময় ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।