মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামের উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সামাজিক সংগঠন ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর উদ্যোগে অসহায় ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই-চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদকে সামনে রেখে ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে সংস্থার নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর সভাপতি মো: আবুল কালাম (কামাল) এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ছাতিয়ানী গ্রামের কৃতিসন্তান, মেসার্স মীনহাজ ওভারসীজ এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক পেয়ার আহম্মদ ভূঁইয়া, নুরুল ইসলাম পন্ডিত, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম মজুমদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর সহ-সভাপতি নূর হোসেন মোল্লা, সংস্থার সদস্য ও মানবাধিকার কর্মী মো: মাছুম সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।