চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন

0
195

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু। বৃহস্পতিবার (০৯ মে-১৫ মে) থেকে আগামী বুধবার পর্যন্ত পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

বৃহস্পতিবার (০৯ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আবু মুহাম্মদ হাসান, ডা. মেজবাহ উল আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, নার্সিং সুপারভাইজর খালেদা রওশন আরা, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জসিম উদ্দিন প্রমুখ। পুষ্টি সপ্তাহের বিস্তারিত চিত্র ও কর্মসূচি উপস্থাপন করেন ডা. আল রায়হান পাটোয়ারী। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, নার্সসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।