স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থার চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত সভায় অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন।
জাতীয় সাংবাদিক সংস্থার চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু বকর সুজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সহ-সভাপতি ইউসুফ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, অর্থ সম্পাদক কাজী সেলিম, দপ্তর সম্পাদক আব্দুর রব লাভলু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল হক।
এ সময় সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা ও পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আগত অতিথি ও উপস্থিত বক্তাবৃন্দ।