চৌদ্দগ্রামে জাপা’র সাবেক চেয়ারম্যান এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

0
928
মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) চৌদ্দগ্রাম বাজারস্থ জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরশাদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি নজির আহম্মেদ, সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নজির আহম্মেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা যুব সংহতির সভাপতি শাহাদাত হোসেন পিন্টু, সহ-সভাপতি কামাল হোসেন, জেলা ছাত্রসমাজের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মো: সোহাগ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মহসিনসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।