চৌদ্দগ্রামে জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
1193

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু।

জয়যাত্রা টেলিভিশনের চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগৈর ডিগ্রি কলেজের প্রভাষক ও আ’লীগ নেতা নাঈমুর রহমান মজুমদার মাসুম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জহির উদ্দীন পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদার, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মোশারফ হোসেন লিটন মেম্বার, ইউপি সদস্য শওকত আকরব, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল বাহার, জসিম উদ্দীন ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের তাকাফুল এখলাস প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: জহিরুল ইসলাম।

সিবিসি বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: আকতারুজ্জামান, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল আহম্মেদ, দৈনিক দিনকালের প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি বেলাল হোসেন, চ্যানেল এসটিভি ও চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, দেশ সংবাদের প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন, বিজয় টিভির প্রতিনিধি মনির উল্লাহ্, সৃষ্টি টিভির মো: শফিউল রানা, এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট প্রতিনিধি জসিম উদ্দিন নিলয়, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো: আনিসুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো: শাহীন আলম, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, আলোকিত চৌদ্দগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার ফাহাদ আহমেদ পাটোয়ারী, শাহরিয়ার ইমন জয়, ছাত্রনেতা মাহফুজ আহম্মেদ মাসুদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।