স্টাফ রিপোর্টার : কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী এলাকার সৌদি প্রবাসী নুরুল হুদার উদ্যোগে ও হংকং প্রবাসী ইসমাইল হোসেনের অর্থায়নে এলাকার যুব সমাজ ডাকাতিয়া নদীতে ৩ হাজার ৪০০ পোনা মাছ অবমুক্ত করেছে।
শনিবার দুপুরে পোনা মাছ অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন রিয়াদ হাসান, আফতাব উদ্দিন সুজন, আজিমুল হক চৌধুরী, জাহেদ ভুঁইয়া সুজন, রফিকুল ইসলাম, কবির হোসেন ও ইলিয়াছ হোসেন। ভিন্ন রকম কাজের জন্য যুবকদের ধন্যবাদ জানিয়েছেন ডাকাতিয়া নদীর পাশের বাসিন্দারা।
স্থানীয় আবুল কালাম ও আবদুর রহিম বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টিতে ডাকাতিয়া নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ডাকাতিয়া নদী ও পাশের জলাশয় থেকে অনেকে কৃত্রিম বাঁধ দিয়ে মাছ ধরে। কিন্তু যুবকরা মাছের পোনা অবমুক্ত করে ভিন্নরকম দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদেরকে সকলকে ধন্যবাদ’।
পোনা মাছের অবমুক্তকরণের উদ্যোক্তা প্রবাসী নুরুল হুদা বলেন, ‘আমাদের গুণবতী এলাকায় ডাকাতিয়া নদী ও পাশ্ববর্তী জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৩,৪০০ পোনা মাছ অবমুক্ত করেছে বন্ধুরা। কিছুদিন পর মাছগুলো বড় হলে ডাকাতিয়া নদীর পাশে বসবাসরত মানুষগুলো ধরতে পারবে’।