চৌদ্দগ্রামে তারুন্যের অগ্রযাত্রার মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

0
932

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘তারুন্যের অগ্রযাত্রা’ এর উদ্যোগে সদস্যদের মিলনমেলা, দোয়া-মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকালে হোটেল ডলি রিসোর্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা দ্বীন ইসলাম জাবেদ এর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক এমরান হোসেন বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশররফ হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, মুহা. ফখরুদ্দীন ইমন, শাহিন আলম, খোরশেদ আলম, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, ‘তারুন্যের অগ্রযাত্রা’ সংগঠনের সাধারণ সম্পাদক মহিন হাজারী, সদস্য কাজী ফারহান, আমিন, হাসান, নিজাম উদ্দিন, আইয়ুব আলী, জামশেদ হাজারী, মো: হাসান প্রমুখ।