মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামের বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, গুনবতী ইউপি চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দীন, ইটভাটা মালিক সমিতির চৌদ্দগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈফিকুল আলম তারেক, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, ইটভাটা মালিক সমিতির চৌদ্দগ্রাম শাখার সভাপতি মো: বেলাল হোসেন, মো: রহমত উল্যাহ সহ চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।