মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৫ বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।
হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ০৬:৪০ ঘটিকায় ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাস (যশোর-ব-১১-০২৫১) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পূর্বপাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর সাব-স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলামের নেতৃত্বে হাইওয়ে পুলিশের অপর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে জব্দ করে হাইওয়ে থানা পুলিশ। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও অপর তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা হলো: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া গ্রামের নুরুল আফছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)। এ ঘটনায় আহতদের মধ্যে ১০ জনের পরিচয় সনাক্ত হলেও বাকীদের পরিচয় সনাক্ত হয়নি এখনো। আহতরা হলেন: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর সাব-স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ ঘটনায় ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।’
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ৫ নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ’