স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের আলহাজ্ব আবদুল জলিল শপিং মলে নিরাপদ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন নিরাপদ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান জাকির হোসেন নোমান লস্কর।
এ উপলক্ষে শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম সরকারি এইচ জে পাইলট মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক শ্রী নান্টু চন্দ্র দেবনাথের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেসার্স মারিয়া এন্টারপ্রাইজ ও নিরাপদ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লি: চৌদ্দগ্রাম শাখার সত্ত্বাধিকারী মনির হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও আব্দুল জলিল শপিং মলের সত্ত্বাধিকারী আব্দুল মালেক কাজল, নিরাপদ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের পরিচালক আবুল খায়ের, নিরাপদ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লাকসাম শাখার এজেন্ট প্রতিনিধি মো. বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, আধুনিক যুগে “কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস” এর গুরুত্ব-প্রয়োজনীয়তা, অনলাইন ও অফলাইনে গ্রাহক সুযোগ-সুবিধা ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে দ্রুত ও মানসম্মত সেবাদানে “নিরাপদ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস” অন্যতম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোশারফ হোসেন, মাস্টার বেলাল হোসেন শাকিল, কাজী মিজানুর রহমান, বিমল সরকার, সুজন সরকার ও হাজী জুলু মিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর, কাজী ইমরান, জহির, আব্দুল মান্নান খোকনসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।