চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ৭ জুয়াড়িসহ গ্রেফতার ১৩

0
363

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ আগস্ট) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মিলন মিয়া, ঘোষতল গ্রামের ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, আরিফ হোসেন, ধোড়করা গ্রামের রাকিব হোসেন, শাকতলা গ্রামের মিলন মিয়া, ঝাটিয়ারখিলের পলাশ, চাপিরতলা গ্রামের হাছিনা বেগম, জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়ার শরীফুল ইসলাম, পৌরসভার লক্ষীপুর গ্রামের তারেক, রায়হান ও নাঙ্গলকোট উপজেলার শ্যামপুর গ্রামের আশিকুর রহমান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত থানা পুলিশের একাধিক টিম উপজেলার চিওড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭ জুয়াড়িসহ ১৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’