চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুঘর্টনায় পথচারীসহ নিহত ২

0
874

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুঘর্টনায় দু’জন নিহত হয়েছে। নিহতরা হলো: ফেনীর সদর উপজেলার শীবপুর গ্রামের মৃত আয়েজ আহমেদের ছেলে মো: জসিম (৪০) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো: তোফাজ্জেল হোসেনের ছেলে মো: তানভীর ইসলাম (১৯)।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ নতুন রোডে মারসেল শো রুমের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জসিম নিহত হন। এদিকে বুধবার সকাল নয়টায় মহাসড়কের সৈয়দপুর এলাকায় মদীনা হোটেলের সামনে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় তানভীর ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়।

বুধবার (২৩ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ‘মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুঘর্টনায় এক পথচারী ও এক মোটরসাইকেল চালক নিহত হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে’।