মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা যুবলীগের উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক আহমেদ খাঁন শামীম, কাউন্সিলর হাসান মামুন শরীফ, যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, গাজী ফয়সালসহ পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।