মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে কুমিল্লা জেলা প্রথম মুক্তাঞ্চল চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘির পাড়ে মুক্তিযুদ্ধের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এমপি।
জগন্নাথদীঘি মুক্তাঞ্চল স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর ররহমান, জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এছাক খাঁন, সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবি ড. আবদুল মান্নান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জেলা আ’লীগের সদস্য মো: কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিবুল আলম মজুমদার কানন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, গুনবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া খোকন, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম ভূঁইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মুজিবুল হক, সাধারণ সম্পাদক কাজী বেলাল প্রমুখ।
এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন মুজিবুল হক এমপি। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন বিকালে উপজেলা কৃষি ও মৎস অফিসের উদ্যোগে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেসিন, সমাজসেবা অফিসের উদ্যোগে ৯০ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ ও কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও রবি শস্য বিরতণ করেন সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাছির উদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক, খামার ব্যবস্থাপক মো: তাজুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।